Image description

নতুন করে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ও মহাজাগতিক সংকটের পূর্বাভাস নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বলকান অঞ্চলের বিখ্যাত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। ১৯৯৬ সালে মৃত্যুবরণ করা হলেও তার ভবিষ্যদ্বাণী আজও বিশ্বের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাবা ভাঙ্গা ২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এবং মানবজাতি প্রথমবারের মতো ভিনগ্রহের জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বলে পূর্বাভাস দিয়েছিলেন। এই যোগাযোগ বৈশ্বিক সংকট অথবা প্রলয়ের সূচনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সম্প্রতি মহাকাশ থেকে আসা রহস্যময় মহাজাগতিক বস্তু ‘৩ আই/অ্যাটলাস’ পৃথিবীর খুব কাছে এসেছে, যা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। অনেকেই এটিকে বাবা ভাঙ্গার পূর্বাভাসের সাথে যুক্ত করে দেখছেন। 

বিশ্বজুড়ে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে, বিশেষ করে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক চাপ এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি, বাবা ভাঙ্গার তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তবে তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হলেও মানবজাতির সম্পূর্ণ ধ্বংস হবে না। তিনি আরও বলেছিলেন, মানব সভ্যতার পতনের সূচনা ২০২৫ সাল থেকে শুরু হয়েছে এবং পৃথিবীর চূড়ান্ত অবসান ঘটবে ৫০৭৯ সালে।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো আলোচনায় উঠে এসেছে ষোড়শ শতকের ফরাসি জ্যোতিষী ও চিকিৎসক নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী। নস্ত্রাদামুসের লেখায় বলা হয়েছে, চলতি বছরে কোনো প্রভাবশালী পুরুষ ব্যক্তির হত্যাকাণ্ড বা রাজনৈতিক অভ্যুত্থান ঘটতে পারে যা শাসনব্যবস্থায় ভাঙন ধরাবে। তার আরেকটি ভবিষ্যদ্বাণীতে সাত মাসব্যাপী এক ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা উল্লেখ রয়েছে।

বিশ্বের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ভবিষ্যদ্বাণীগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে, যা বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা স্বরূপ।