Image description

বিশ্ববিখ্যাত আমেরিকান টিভি সিরিজ ‘দ্য ওয়্যার’ খ্যাত অভিনেতা জেম্‌স রেনসোনের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ৪৬ বছর বয়সী অভিনেতার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রায় তিন সপ্তাহ পর জেমসের মৃত্যু কারণ উদঘাটন করেছে লস অ্যাঞ্জেলেস ময়নাতদন্তকারী চিকিৎসক। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লাগার কারণে তার মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন। 

‎টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরকাড়া। তার উল্লেখযোগ্য হরর সিনেমা ‘আইটি: চ্যাপ্টার টু’, ‘সিনিস্টার’ এবং এর সিক্যুয়েল ও ‘দ্য ব্ল্যাক ফোন’অন্যতম। এছাড়া ‘জেনারেশন কিল’, ‘সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন’, ‘সিল টিম’ ও ‘পোকার ফেস’ সিনেমাতে দর্শকদের মুগ্ধ করেছেন।

জেমসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউড পাড়ায়। তার স্ত্রী জেমি ম্যাকফি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে স্বামীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। রেনসোনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমি তোমাকে হাজার বার বলেছি আমি তোমাকে ভালোবাসি, আমি জানি আবারও তোমাকে ভালোবাসব। তুমি সবসময় বলতে আমার মতো হওয়া তোমার দরকার আর তোমার মতো হওয়া আমার। তুমি একদম ঠিক ছিলে। জ্যক ও ভায়োলেটের মতো সন্তান উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা চিরকাল একসঙ্গেই থাকব।