Image description

কোনো কোনো রাজনৈতিক দল এখনো নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি একটা নির্বাচন যেন করা যায়। কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করছে।

দ্রুত নির্বাচনের মধ্যমে একটি রাজনৈতিক সরকার দেশের দায়িত্ব না নিলে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই আরো কঠিন পরিস্থিতিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।