
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাতের ঘটনায় গণঅধিকার পরিষদের মিছিলে হামলার পর অনেক ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে লাল রঙের টি-শার্টধারী একজন ব্যক্তি গণঅধিকার পরিষদের নেতাকে বেধড়ক পেটাচ্ছেন বলে দেখা যায়। প্রথমে অনেকেই দাবি করেন, আক্রান্ত ব্যক্তি দলের সভাপতি নুরুল হক নুর।
তবে শনিবার (৩০ আগস্ট) সকালে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ফেসবুকে পোস্টে নিশ্চিত করেন, লাল শার্টধারী ব্যক্তি নুরকে পেটাননি, বরং ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।”
রাশেদ আরও জানান, হামলাকারী লাল শার্টধারী পুলিশ কনস্টেবল মিজানুর রহমান, বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। এছাড়া রাশেদ খাঁন উল্লেখ করেন, সেনাবাহিনী সদস্যরাও নুরুল হক নুর ও অন্যান্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে এবং গণঅধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে নেতাকর্মীদের আহত করেছে। তিনি বলেন, “লাল শার্টধারীর ওপর দায় চাপিয়ে প্রকৃত হামলাকারীদের দায় এড়ানোর সুযোগ নেই। তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।”