Image description

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই মন্তব্য এসেছে রাজধানীর কাকরাইলে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগস্ট) রাতের পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং জ্ঞান ফিরেছে।

এ ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরও প্রতিক্রিয়া জানান। শনিবার (৩০ আগস্ট) ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।’

যদিও পোস্টে কোনো নাম উল্লেখ করা হয়নি, অনেক অনুরাগী মন্তব্য করেছেন, আসিফ মূলত আইন উপদেষ্টাকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন। এই ঘটনায় নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার রাত ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টেও মানুষ ক্ষোভ জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহও পোস্টে মন্তব্য করে দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।