Image description

ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সোমবার বিকেলে চার্জ ডি অ্যাফেয়ার্সের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর এরিক গিলান। তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।