Image description

আগস্টের প্রথম ৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে দাঁড়ায় প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার। সোমবার (১১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যমতে, আগস্টে প্রতিদিন গড়ে ৭ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৩৩৩ ডলার দেশে এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। তবে আগের মাস জুলাইয়ে দৈনিক গড় রেমিট্যান্স ছিল আরও বেশি—৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ডলার। ফলে জুলাইয়ের তুলনায় কিছুটা কমলেও, আগের বছরের আগস্টের চেয়ে এ আয় সামান্য বেড়েছে।

প্রবাস আয়ের উৎসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।