Image description

জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আংশিক ঐকমত্য হয়েছে। তবে জামায়াতের দাবি, এই পদ্ধতি কেবল উচ্চকক্ষে নয়, নিম্নকক্ষেও প্রযোজ্য হতে হবে।

তাহের বলেন, “আমরা এই দাবিকে কেন্দ্র করে আন্দোলনে যাব। কারণ গত ৫৪ বছরের নির্বাচনী অভিজ্ঞতায় দেখা গেছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হয়নি।”
 
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করে তাহের বলেন, জামায়াতে ইসলামী বরাবরই নির্বাচনের পক্ষে। নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে ভোট হলে তাদের আপত্তি নেই। তিনি জানান, "আমরা আগে থেকেই বলে আসছি, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসে হতে পারে।"

 

তিনি আরও বলেন, “গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা মানুষকে আস্থাহীন করে তুলেছে। তাই আমরা সরকারের কাছে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।”

নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা সিইসিকে বলেছি, নির্বাচন নিরপেক্ষ করতে হলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সিইসি আমাদের জানিয়েছেন, তিনি আন্তরিকভাবে বিষয়টি বিবেচনা করবেন। আমরা তার ওপর আস্থা রাখতে চাই।”

তিনি সতর্ক করে বলেন, “বাংলাদেশের মানুষ আর কোন একতরফা নির্বাচন দেখতে চায় না। যদি তা আবার হয়, জনগণ রাস্তায় নামবে। দখলদার নির্বাচনের দিন শেষ। জনগণ সেটি আর গ্রহণ করবে না।”

তথ্যসূত্র: বিবিসি বাংলা