
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া অনুযায়ী নতুন করে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার, আর মৃত ও কর্তন করা ভোটার হিসেবে বাদ গেছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।
রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ তালিকাটি প্রকাশ করেন। তিনি জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি জমা দেওয়া যাবে ২১ আগস্ট পর্যন্ত এবং এসব নিষ্পত্তির পর ৩১ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা।
সচিব বলেন, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার হতে পারবেন। নবীন ভোটারদের এক বছর অপেক্ষা না করানোর জন্য নতুন আইনে এই সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট একটি তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবরের মধ্যে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তাদের একটি তালিকা প্রকাশ করা হবে।
খসড়া তালিকা ইতোমধ্যে সারাদেশের নির্বাচন অফিসে সাঁটিয়ে দেওয়া হয়েছে। ভোটাররা ১২ দিনের মধ্যে তথ্য যাচাই, ভুল সংশোধন, নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার আবেদন করতে পারবেন। সব প্রক্রিয়া শেষ করে ৩১ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।