Image description

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনই পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ২৫৬ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন। মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।

এ বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১২০ জনে। তাদের মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও ৭ হাজার ৯১৫ জন নারী।

চিকিৎসকদের পরামর্শ, জ্বর হলে দ্রুত পরীক্ষা করিয়ে ডেঙ্গু শনাক্ত করে যথাসময়ে চিকিৎসা নিতে হবে। একইসঙ্গে সচেতনতা বাড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।