Image description

স্থায়ী ক্যাম্পাস, ক্যাম্পাসের অচলাবস্থা নিরসন, শক্তিশালী ও কার্যকরী প্রশাসন এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করছেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকেও পুনরায় ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ঘোষণা দিয়েছেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও তারা যা সুবিধা পাওয়া দরকার, তা পাচ্ছেন না। প্রয়োজন মতো ল্যাব নেই। শ্রেণিকক্ষ সীমিত। এ ছাড়া একই ভবনে গুরুদয়াল সরকারি কলেজের কার্যক্রম চলায় তাদের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হয়। ফলে নিয়মিত ক্লাস হচ্ছে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থা খুব নাজুক অভিযোগ করে শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ কিংবা ভূমিকা রাখতে পারছে না।

২০২৩ সালের ৩ মার্চ সরকারি গুরুদয়াল কলেজের একটি বহুতল ভবনে অস্থায়ীভাবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণের কাজ আটকে থাকায় এখনো নিজস্ব ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হয়নি।