
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুদিন বাড়ানোর জন্য আবেদন করেছে শাখা ছাত্রদল। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে এই আবেদন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই দাবি জানিয়ে আবেদন করেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
আবেদনপত্রে বলা হয়েছে, ‘আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আগ্রহী। কিন্তু গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে অবস্থান করছেন। একইসাথে, বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। এমতাবস্থায় নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুদিন বৃদ্ধি করা হলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সকল শিক্ষার্থীর জন্য তা মঙ্গলজনক হতো।’
এতে আরও বলা হয়, ‘মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আরও দুদিন বৃদ্ধি করার নির্দেশ দিলে আমরা কৃতজ্ঞ থাকব।’
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘আমরা গতকাল যত রাতই হোক, মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন পর্যন্ত কেউ এ ধরনের আবেদন বা দাবি জানায়নি। এখন হঠাৎ করে এমন দাবি আমাদের জন্য চিন্তার বিষয়। অনেক ভেবে সময়সূচি তৈরি করে তফসিল ঘোষণা করা হয়েছিল। চাইলেই আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করি। আমরা এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের একটি সভা ডেকেছি। সভার পর সিদ্ধান্ত জানানো হবে।’
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে, নির্বাচন কমিশন এই সময় বাড়িয়ে শেষ পর্যন্ত রাত পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নেয়। আর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর)।