Image description

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত ৫ দিনের জোড় ইজতেমায় যোগ দেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। জোড় ইজতেমা শুরুর প্রথম দিনেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুবরণকারী মুসল্লির নাম মোহাম্মদ আলম (৮০)। তিনি সুলতান আহমাদের পুত্র এবং নোয়াখালী সদর উপজেলার আন্ডারনুর চর কাজীর তালুক গ্রামের বাসিন্দা।

তাবলীগ জামাতের বাংলাদেশ শুরা-এ-নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজ (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, জোড় ইজতেমায় এসে ময়দানের নোয়াখালী খিত্তায় অবস্থানরত মোহাম্মদ আলম রাতে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। আজ জুমার নামাজের পর ইজতেমা ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সঙ্গীরা জানান, বার্ধক্যজনিত কারণেই মোহাম্মদ আলমের মৃত্যু হয়েছে।