বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান মির্জা ফখরুল।
ফখরুল বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। তিনি নির্যাতন, সংগ্রাম, কারাভোগ করেছেন।’
বিএনপি মহাসচিব বলেন, সবাই খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন; যেন তিনি সুস্থ হয়ে আবার দেশের মানুষের সেবা করতে পারেন।
তিনি বিশেষভাবে জনগণের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
সেই সময় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বলেছিলেন, বেশকিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে।
পরীক্ষা-নিরীক্ষার পর খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছিলেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।



