
প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম ফজলুল হকের মা সোফিয়া খাতুন ইন্তেকাল করায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে প্রিন্সিপ্যাল গ্রুপ পরিবার।
মঙ্গলবার (২০ আগস্ট) এক শোক বার্তায় প্রিন্সিপ্যাল গ্রুপ পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
শোক বার্তায় তাঁরা বলেন, আমরা মরহুমার আত্মার অনন্ত শান্তি কামনা করছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন এবং শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, সোফিয়া খাতুন শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।