
ঐতিহাসিক মারাকানায় আবারও জয়ের উল্লাসে মেতেছে ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন এই ম্যাচে সেলেসাওরা চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে।
গোল করেছেন কিশোর প্রতিভা এস্তেভাও উইলিয়ান, অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা এবং ব্রুনো গুইমারেস।
চিলির বিপক্ষে এর আগেই সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড ছিল ব্রাজিলের দখলে। এবার মারাকানায় জয় সংখ্যা আরও বাড়াল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত দুই দলের ৭৫ লড়াইয়ে ব্রাজিলের জয় হলো ৫৩টি।
ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য ছিল স্বাগতিকদের। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে তারা নেন ২২টি শট, যার মধ্যে সাতটি ছিল অন টার্গেট। বিপরীতে চিলির নেওয়া তিনটি শটের কোনোটিই গোলমুখে পৌঁছায়নি।
৩৭ মিনিটে আসে ব্রাজিলের প্রথম গোল। রাফিনিয়ার শট ফিরিয়ে দেন গোলরক্ষক, তবে ফিরতি বলে লাফিয়ে হেডে গোল করেন ১৭ বছর বয়সী এস্তেভাও। কিংবদন্তি পেলের পর এত অল্প বয়সে আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন তিনি। বিরতির ঠিক আগে মারিপানকে লাল কার্ড দেখালেও পরে ভিডিও রিভিউতে সেটি কমিয়ে দেওয়া হয় হলুদ কার্ডে।
দ্বিতীয়ার্ধে নেমেই গোল উৎসব বাড়িয়ে তোলে ব্রাজিল। বদলি নেমে আলো ছড়ান লুইস হেনরিক। তার দারুণ ড্রিবলিংয়ের পর ক্রসে লাফিয়ে হেডে গোল করেন পাকেতা। এরপর হেনরিকের শট ক্রসবারে লেগে ফিরলে বল জালে ঠেলে দেন ব্রুনো গুইমারেস, তৃতীয়বারের মতো স্কোরলাইন বাড়ান তিনি।
শেষ পর্যন্ত আর গোল না এলেও ব্রাজিল মাঠ ছাড়ে দাপুটে জয় নিয়ে। আনচেলত্তির শিষ্যরা বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচটিকে পরিণত করলেন উৎসবে।