
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার (২৭ আগস্ট) নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন, আরেকটি গোল করেন থৈনু মারমা। ম্যাচের ৩৮ মিনিটে থৈনুর একক প্রচেষ্টায় ডেডলক ভাঙে বাংলাদেশ। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে একটি গোল শোধ করে নেপাল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি নেপাল। উল্টো ৭৬ মিনিটে কর্নার থেকে সুযোগ পেয়ে সহজেই দ্বিতীয় গোল করেন প্রীতি। এর নয় মিনিট পর পূর্ণ করেন হ্যাটট্রিক, ফলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের।
প্রথম লেগে নেপালকে ৩-০ গোলে হারানো বাংলাদেশ ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে পরবর্তী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় চাই বাংলাদেশের। প্রথম লেগে ভারতের কাছে হেরেছিল বাঘিনীরা।