Image description

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়েছেন খুব বেশি সময় হয়নি। তবে এরই মধ্যে তিনি দেশের ক্রিকেটকে প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে দিতে কাজ করছেন বলেই জানিয়েছেন। উপজেলা থেকে যেন একজন ক্রিকেটার, সাধারণ মানুষ দাবি করতে পারে আই এম পার্ট অব বাংলাদেশ ক্রিকেট- সে লক্ষ্যে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৮ জুন) সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষে এই আয়োজন করা হয়।

আমিনুল ইসলাম বলেন, আমরা ঢাকা কেন্দ্রিক ক্রিকেট চাই না। আমি চাই না কেউ রংপুরের টিম, চট্টগ্রামের টিম ঢাকায় বসে করে দিক। রংপুরে একটা বিসিবি থাকবে, এখানে সিলেকশন কমিটি থাকবে তারা বিভিন্ন এজগ্রুপে সিলেকশনের কাজ করবে। রংপুরের ছেলে ও মেয়েদের একটি টিম থাকবে, যারা গোটা দেশের সঙ্গে লড়াই করে শিরোপা আনবে এবং পরবর্তীতে জাতীয় দলের জন্য কাজ করবে। আমরা ক্রিকেট ক্রেজিনেসকে ছড়িয়ে দিতে চাই। যেন রংপুরের খেলা দেখতে মানুষ রাজশাহীতে বাস ভরে চলে যায়।

তিনি আরও বলেন, দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারবো না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে। আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরা এখানে কেউ স্থায়ী না, তবে দেশের ক্রিকেট যেন স্থায়ীভাবে এগিয়ে যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

রংপুর ক্রিকেট গার্ডেন সম্পর্কে বিসিবি প্রধান বলেন, এই মাঠে আমি নিজেই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছি। আমি দুঃখিত, মাঠের বর্তমান অবস্থায় দেখলাম, অনেক উন্নয়ন করার জায়গা রয়েছে। প্রতিভার কারণে এই মাঠ থেকে নাসির, শুভ, নাইম, সুমনারা উঠে এসেছে। প্রতিভা বিকশিত করার সুযোগ-সুবিধা দিলে এখান থেকে আরও বড়বড় প্রতিভাবান বের হবে। এখানে অবকাঠামো গড়তে সময় লাগবে, তবে এটি আমাদের অগ্রাধিকার থাকবে।