Image description

আসন্ন গণভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারি) আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি।

একই সঙ্গে আসন্ন নির্বাচনে জয় পেলে জামায়াতে ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলে দাবি করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবো। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ করছে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করবো। আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে। আমার দলও তাদের জন্য করবে।

জামায়াত আমির আরও বলেন, সারা বিশ্বের মানুষ জানে ২০২৪ সালে আমরা নিজেদের মুক্ত করেছি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে ২৪ সালের আগস্টে। এসময় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, তারা চেষ্টা করেছে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। 

তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে। অর্থীনীতিতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পার্টনার হয়ে কাজ করবে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে। আমাদের দলও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে। 

এর আগে সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সামিটের শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। উদ্বোধনী পর্বে সামিটের উদ্দেশ্য ও কাঠামো তুলে ধরা হবে। দিনব্যাপী এই সামিটে বিশেষজ্ঞদের প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে নীতিগত সুপারিশ প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্র পরিচালনার নীতিগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করতেই এই আয়োজন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেবেন।

এ বিষয়ে জামায়াতের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামিটে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারসহ গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা উপস্থাপন করা হবে।