Image description

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের চেয়ে তার স্ত্রী দিলারা হাফিজের সম্পদের পরিমাণ দ্বিগুণ। নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় এ তথ্য জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ছয়বারের এমপি এবং গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা মেজর (অব.) হাফিজের মোট ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকার সম্পদ রয়েছে। বিদেশে কোনো সম্পদ নেই তার।

অন্যদিকে, তার স্ত্রী সাবেক শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দিলারা হাফিজের সম্পদের পরিমাণ ২ কোটি ৫৮ লাখ ৬১ হাজার ১৫১ টাকা। দিলারা হাফিজের নগদ টাকা রয়েছে ৫ লাখ ৮৪ হাজার ১৫১ টাকা। শেয়ার ক্রয় আছে ৩ লাখ ৭৭ হাজার টাকার। সঞ্চয়পত্র আছে ১ কোটি টাকার এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি আছে ১ কোটি ৪৯ লাখ টাকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

হলফনামায় তিনি উল্লেখ করেন, ঢাকার বনানীতে তার পাঁচতলা ভবনের মূল্য ৮০ লাখ ৬ হাজার ৮৯ টাকা। যানবাহনের মূল্য ২৬ লাখ টাকা। সোনা রয়েছে মাত্র ৬০ হাজার টাকার এবং ইলেকট্রনিক্স পণ্য আছে ৪০ হাজার টাকার। কোনো ব্যাংকে ঋণ নেই তার এবং স্ত্রীরও। বাৎসরিক আয় ১৬ লাখ ৫৮ হাজার ৫৭৪ টাকা এবং ব্যয় ৭ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে জমি আছে ২ লাখ ৭৫ হাজার টাকার। তিনি স্থাবর সম্পত্তি থেকে বার্ষিক আয় করেন ১৩ লাখ ৯১ হাজার ৫৭৪ টাকা। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা থেকে পান বার্ষিক ২ লাখ ৬৭ হাজার টাকা।

চলতি অর্থবছরে তিনি আয়কর দিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৭৪৭ টাকা, স্ত্রী দিলারা হাফিজ আয়কর দিয়েছেন ২ লাখ ৯৬ হাজার ২৫৪ টাকা, দুই ছেলের মধ্যে শাহরুখ হাফিজ আয়কর দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৭৫ টাকা। তাহারাত হাফিজ আয়কর দিয়েছেন ৯৮ হাজার ৪২৫ টাকা। একমাত্র কন্যা শামামা শাহরিন হাফিজ আয়করমুক্ত।

সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এবং বীর মুক্তিযোদ্ধা ৮১ বছরের মেজর হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান নেই। বিগত ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক প্রতিহিংসায় ১৩টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয় তাকে। যার মধ্যে মধ্যে ৭টি মামলায় অব্যাহতি, ৫টি খালাস এবং একটি হাইকোর্টে স্থগিত আছে।

নিজের বর্তমান পেশা কেবল ব্যবসা বলে উল্লেখ করেছেন তিনি। তার স্ত্রী দিলারা হাফিজও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলে উল্লেখ করা হয়।