ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন মোনামী বলেছেন, রাজপথ দখল না করা পর্যন্ত তার ভাই শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে না। তিনি ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে গণমাধ্যমকে এ কথা বলেন।
মোনামী বলেন, আমাদের দাবিটা স্পষ্ট আমরা আমাদের শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, সবাইকে সরাসরি আন্দোলনে অংশ নিতে হবে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানান, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত খুনের সঙ্গে জড়িত সব আসামির বিরুদ্ধে চার্জশিট না দিলে তারা সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেবে। তিনি বলেন, সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছে। যারা ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু মূল সন্দেহভাজনদের গ্রেপ্তারে এখনও ব্যর্থ। আন্দোলনকারীরা বলছেন, বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন তারা।



