জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তবে, তার স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ।
ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তার জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
আলোচিত মুসা বিন শমসেরের এই পুত্র হলফনামায় মাতার নাম উল্লেখ করেছেন, তানিজ ফাতেমা চৌধুরী। বাড়ি গুলশানে। তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে।
এছাড়া নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ আছে। শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং পেশা থেকে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা আয় করেন।
ববি হাজ্জাজের কোনো কৃষি জমি, বাড়ি নেই। ব্যাংকে ৪ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। একটি যৌথ ব্যবসা থেকে বছরে ৬ লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা আয় দেখিয়েছেন তিনি। সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই। তবে স্ত্রীর আছে ১২ লাখ টাকা।
ববি হাজ্জাজের শিক্ষাগত যোগ্যতা এমবিএ। তার নামে কোনো মামলা নেই, পেশা হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা উল্লেখ করেছেন। এছাড়া তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার।



