Image description

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

জানা গেছে, এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও সরকার গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায়, তাদের নির্বাচনী রুপরেখা কী—এসব মৌলিক বিষয় নিয়েই আলোচনায় অংশ নেন তারেক রহমান ও ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৈঠকের সময় ও স্থান, আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে কিংবা ভবিষ্যতে এই সংলাপ আরও বাড়বে কি না—এ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে কূটনৈতিক মহলে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।