Image description

এক কোটির অধিক নতুন সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামি ১৫ মে থেকে শুরু করে ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়ন সংক্রান্ত কমিটির বৈঠকের পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান। এই কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, এবার শুধুমাত্র নবায়ন নয়; আমাদের কাজ শুরু হবে আগামি ১৫ মে থেকে এবং ১৫ জুলাই পর্যন্ত দুই মাস এটি চলবে। এটা হচ্ছে নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দ্রুতগতিতে দেশব্যাপী আমরা টার্গেট করেছি প্রায় এক কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করব ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী যে দুঃসময় গেছে, সেই দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি। আপনারা দেখেছেন, প্রায় দিনের পর দিন তারা দলীয় কার্যালয়গুলোতে আক্রমণ করেছে; আমাদের দলের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে যেমন: কম্পিউটার, টাইপ টাইটার, ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা (সরকারের পুলিশ বাহিনী) ভাঙচুর করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে। এই প্রতিষ্ঠানগুলো একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে উঠে।

বিএনপির এই নেতা বলেন, সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদুস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসন কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর ওপর মুহুর্মুহু আক্রমণ করেছে। এই দলীয় কার্যালয় কতবার যে ভাঙচুর করেছে, তছনছ করেছে; কম্পিউটার, দলিল, ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে; এই পরিস্থিতিতে আবার নতুন করে পুনর্গঠন করার মতো কঠিন ব্যাপারগুলো আমাদের সামলাতে হচ্ছে। আমাদের দল করতে কত লোক আগ্রহী সেটাও আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান চলবে; এই অভিযানের মধ্য দিয়ে জানতে পারব।

তিনি আরও বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপি মনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন এই আমরা প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। এই এগিয়ে আসার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ সহ-সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।