Image description

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিজিবিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। 

তিনি বলেন, নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলছে। প্রতিদিন দু-একটি করে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো কোনো দিন পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তলও জব্দ করা হচ্ছে।

নির্বাচন বানচালের আশঙ্কার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্টরা নির্বাচন ভন্ডুল করতে বোমা হামলার চেষ্টা চালাতে পারে। তবে সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। 

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।