বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর বলেন, সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি কার্ড প্রস্তুতের কথা জানানো হয়েছিল। সে মোতাবেক তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা হয়েছে।
এর আগে, দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) এনআইডির কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফরম পূরণ করেন।



