Image description

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি।

সিইসি বলেন, আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন। সেটা করতে হলে দুমাস আগে তফসিল দিতে হবে। সে হিসেবে এ বছর ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় নেওয়া শপথ অনুযায়ী আমরা দেশের মানুষকে অনুকরণীয় একটি নির্বাচন উপহার দিতে চাই। স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রতিশ্রুতি দিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবকিছু করবেন।

নাসির উদ্দিন বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যতধরনের সমস্যাই আসুক, হাসিমুখে এটাকে মোকাবেলা করবো। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব। এ ক্ষেত্রে কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো চাপ অথবা বাধার সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।

তিনি বলেন, আগামী নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। নির্বাচনের সময় সত্য-মিথ্যা যাচাই না করে কেউ যদি গুজব ছড়ায়, তা থেকে বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে। নির্বাচন কমিশন আইন করেছে। আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অপতথ্য রোধে কমিশন কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে।’ 

এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রশ্নে সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। এখানে আইনের বাইরে তাদের কাজ করা সম্ভব না। আর পিআর নিয়ে রাজনীতিবিদরা সংশোধন করলে তারা ঠিক করবেন।