
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
আজ রোববার এক সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
মি. আসাদুজ্জামান বলেন, “এখন উনি ভালো আছেন। তবে যেটা হয় এ ধরনের একটা ট্রমা বা এ ধরনের ফ্রাকচার হয়েছে কিছু সেজন্য ওনার ব্যথার কমপ্লেন আছে। একটু ঘুমের সমস্যা হচ্ছে।”
এছাড়া খুব দ্রুত আইসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হবে এবং সাতদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।