
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার বার্ষিকীতে তাকে স্মরণ করে শোক ও শ্রদ্ধা জানানোয় শিল্পী ও সাংবাদিকদের ছবিতে জুতা নিক্ষেপ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শিল্পী-সাংবাদিকদের ছবিযুক্ত একটি বড় ব্যানার টানিয়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
লাল ব্যানারে অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন শাকিব খান, স্বাধীন খসরু, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, কচি খন্দকার, সাজু খাদেম, সুমন আনোয়ার, শমী কায়সার, অরুণা বিশ্বাস, পারসা, মেহজাবিন, নাজিফা তুষি, আরশ খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, জাহের আলভি, মুমতাহিনা টয়া ও সুনেরাহ।
এছাড়া ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ ও লিঙ্কন (আর্টসেল), উপস্থাপক আব্দুন নূর তুষার, মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল এবং সাংবাদিক ফারাবি হাফিজসহ আরও অনেকে ছিলেন ছবিতে।
ব্যানারে লেখা ছিল— “কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন।”
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ অভিযোগ করে বলেন, “গতকাল আমরা দেখেছি তথাকথিত সেলেব্রেটিরা আওয়ামী লীগকে ‘নরমালাইজ’ করার জন্য মুজিব বন্দনায় শোক পালন করেছে। অথচ ২০২৪ সালের ১৫ আগস্ট তারা কিছু বলেনি, যেহেতু ৫ আগস্ট খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল। তখনই আওয়ামী লীগের সমাপ্তি ঘটে। এখন আবার মুজিবকে ঢাল হিসেবে ব্যবহার করে লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “কালচারাল ফ্যাসিস্টরা লীগের টাকা খেয়ে প্রচারণায় নেমেছে। সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা শোক পালনের সাহস করেছে।”