Image description

"জুলাই ঘোষণাপত্র"-এর খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যা আগামী মঙ্গলবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপন করা হবে।

আজ (শনিবার) প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টায় গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট সব অংশীজনের উপস্থিতিতে ঘোষণাপত্রটি প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঘোষণার বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

সরকার বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে ‘জুলাই ঘোষণাপত্র’-এর চূড়ান্ত খসড়া তৈরি করছে।

ডিসেম্বরের শেষ দিকে স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন (এসএডি) কর্তৃক উত্থাপিত সনদের দাবির প্রতিক্রিয়ায় সরকার এই দায়িত্ব নিয়েছে।

এদিকে, ছাত্রদের নেতৃত্বাধীন গণআন্দোলন এবং এসএডি-এর শীর্ষ নেতাদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল তাদের নিজস্ব ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের কথা রয়েছে। এর একদিন আগেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হলো।