Image description

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন একটি উদ্যোগের আওতায় অবৈধ বা নিবন্ধনবিহীন মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। নিবন্ধনবিহীন স্মার্টফোনগুলোর নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হবে।

সুতরাং, যারা এখনো তাদের ফোনের বৈধতা নিশ্চিত করেননি, তাদের জন্য জরুরি হয়ে উঠেছে দ্রুত ফোন নিবন্ধন করা। বিটিআরসি জানায়, ব্যবহারকারীরা খুব সহজেই তাদের ফোনের বৈধতা যাচাই করতে পারবেন।

কিভাবে যাচাই করবেন ফোন বৈধ কি না?

১. আপনার মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।
২. আসা অটোমেটিক অপশনে ফোনের ১৫-অংকের আইএমইআই (IMEI) নম্বর লিখে পাঠান।
৩. আপনি একটি এসএমএস পাবেন, যেখানে ফোনটির নিবন্ধন অবস্থার বিস্তারিত থাকবে।

ফোন নিবন্ধিত না থাকলে করণীয়:

১. ফোনের আইএমইআই নম্বর জানতে *#০৬# নম্বরে ডায়াল করুন।
২. বিটিআরসির এনইআইআর (NEIR) পোর্টালে প্রবেশ করুন।
৩. ‘আইএমইআই রেজিস্ট্রেশন’ অথবা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন।
৪. প্রয়োজনীয় তথ্য যেমন আইএমইআই নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, এবং ডিভাইস কেনার তথ্য প্রদান করুন।
৫. প্রযোজ্য হলে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করুন।

নিবন্ধন সম্পন্ন হলে ফোন স্বাভাবিকভাবে নেটওয়ার্ক সংযোগ চালু থাকবে।

বিটিআরসি’র এই উদ্যোগ দেশের মোবাইল ফোন বাজারে স্বচ্ছতা ও আইনগত নিয়ম-কানুন কঠোর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।