Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১২ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। তবে সেই তারিখ পরিবর্তন করে ১৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়। চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, ছাত্রদের অনুরোধে ১২ তারিখের পরিবর্তে আগামী ১৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন দুই জন নির্বাচন কমিশনার আজ দুপুর ২টার সময় শপদ গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি থাকবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।