Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত প্রতিনিধিরা রোববার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাদের নিয়ে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন উপাচার্যের অফিস সংলগ্ন কক্ষে করা হয়।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টি পদের বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ অন্যান্য নির্বাচিত সদস্যরা। সভার মধ্য দিয়ে ২০২৫ সালের ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঠানো পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে রয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাবিকুন্নাহার তামান্না এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

সভা শেষে ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের বলেন, “এর মাধ্যমে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করবেন, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এই নির্বাচনে কেউ হারেনি, আমরা সবাই মিলেই কাজ করব। শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আমরা আমাদের সব প্রতিশ্রুতি পূর্ণ করতে চাই।”