একীভূত করার প্রক্রিয়ায় থাকা শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ সব ধরনের সুবিধা কমানোর উদ্যোগ নিয়েছেন প্রশাসকরা।
আর্থিক সংকটে জেরবার ব্যাংকগুলো হল– এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা ১৬ হাজার। তাদের বেতন ভাতা ও পরিচালন ব্যয় সামাল দিতে বৃহস্পতিবার এসব ব্যাংকের বিপরীতে ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী-মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, “আপৎকালীন ব্যবস্থা হিসেবে বেতন-ভাতাসহ আনুতোষিক কমানোর চিন্তা করা হচ্ছে। এখন তো খরচ কমিয়ে আনতে হবে, বেতন কতটুকু কমলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের চাকরি থাকা।”
তিনি বলেন, “নতুন ব্যাংক এই পাঁচ ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর তারা পেমেন্ট স্ট্রাকচার (বেতন কাঠামো) তৈরি করবে। এর আগ পর্যন্ত সব ব্যাংকের জন্য একই বেতন নির্ধারণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
নতুন বেতন কাঠামো কবে নাগাদ তৈরি ও বাস্তবায়ন হবে তা এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি।
বতর্মানে ব্যাংকগুলো নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করছে। ব্যাংকভেদে একই পদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আলাদা। পরিচালন ব্যয় কমিয়ে আনতে সব ব্যাংকের একই পদের কর্মকর্তা ও কর্মচারীদের একই বেতন কাঠামো ঠিক করতে কাজ করছেন প্রশাসকরা।
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের দায়িত্বে নিতে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করছে সরকার।
রাষ্ট্রায়ত্ব এ শরিয়াহভিত্তিক ব্যাংকের নামে লেটার অব ইনটেন্ট (এলওআই) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৫ নভেম্বর ৫ ব্যাংকের সব শেয়ার শূন্য ঘোষণা করা হয়। সেদিনই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকদের বাদ দিয়ে প্রশাসক বসানো হয়।
সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকার যোগান দেবে সরকার। বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করলে পাঁচ ব্যাংক ধীরে ধীরে আত্মীকরণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।
সূত্র: বিডিনিউজ।



