Image description

এখনো যেসব ব্যাংক তাদের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি, তাদের জন্য সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের সঙ্গে আলোচনা করে আইনি বাধ্যবাধকতা শিথিল করে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, আর্থিক বছর শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরীক্ষিত আর্থিক হিসাব চূড়ান্ত ও অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে একই সময়সীমার মধ্যে বিনিয়োগকারীদের জানিয়ে লভ্যাংশ ঘোষণার নিয়মও চালু রয়েছে।

এত দিন এই নিয়ম মেনেই বেশিরভাগ ব্যাংক সময়মতো প্রতিবেদন জমা দিয়ে লভ্যাংশ ঘোষণা করত। কিন্তু চলতি বছর কিছু জটিলতার কারণে অনেক ব্যাংক এ কাজ শেষ করতে পারেনি। ব্যাংকগুলো জানায়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রভিশনিং ও অন্যান্য শর্ত পূরণ করতে না পারায় তাদের প্রতিবেদন আটকে গেছে। কেউ কেউ অনুমোদনের জন্য প্রতিবেদন জমা দিলেও শেষ মুহূর্তে বাংলাদেশ ব্যাংক অনাপত্তি প্রত্যাহার করেছে। ফলে অনেক ব্যাংক নির্ধারিত পর্ষদ সভা বাতিল করতে বাধ্য হয়েছে।

এছাড়া, গত মার্চে জারি করা লভ্যাংশ নীতিমালা অনুযায়ী, যেসব ব্যাংক প্রভিশনিংয়ে ঘাটতি থাকায় বিলম্ব সুবিধা নিয়েছে, তারা ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ দিতে পারবে না। এতে অনেক ব্যাংক লভ্যাংশ ঘোষণায় বাধাগ্রস্ত হয়েছে।

এছাড়া, মালিকানা ও ব্যবস্থাপনা পরিবর্তনের পর কিছু ব্যাংকের গোপন খেলাপি ঋণ ও আর্থিক সূচক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয়েছে। এসব কারণ বিবেচনায় নিয়ে ৩১ মে পর্যন্ত সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।