Image description

ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড (এক্সপোর্ট প্রসেসিং জোন) স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার ফেনী পাইলট হাই স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের সঙ্গে নিজের আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই অঞ্চলের মানুষের যেমন বিএনপির ওপর হক বা দাবি রয়েছে, তেমনি এই তিন জেলার ওপরও বিএনপির হক আছে। তিনি বলেন, ধানের শীষে ভোট দেওয়া মানে খালেদা জিয়াকে সম্মানিত করা, কারণ খালেদা জিয়া এই এলাকার সন্তান। ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান আরও বৃদ্ধি পাবে।

গত বছরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় মানুষ সর্বস্ব হারিয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় পরিকল্পিতভাবে খাল খনন ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ফেনীতে ইপিজেড স্থাপনের মাধ্যমে হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভাষা শিক্ষা ও কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যাতে তারা বিদেশে আরও বেশি আয় করতে পারেন।