Image description

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পটুয়াখালী-০৪ আসনে ট্রাক মার্কার মনোনীত প্রার্থী মোঃ রবিউল হাসান।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মৌডুবী ইউনিয়নে এই সাক্ষাৎ করেন তিনি।

এ সময় রবিউল হাসান বলেন বলেন, “দীর্ঘ ৫৪ বছর ধরে রাঙ্গাবালী উপজেলার এই জনপদের মানুষের ওপর একটি গোষ্ঠী শাসন ও শোষণ চালিয়ে আসছে। এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। রাঙ্গাবালীর সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এখানকার প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতেই আমি এই জনপদের সন্তান হিসেবে ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আমার এলাকার মানুষ তাদের সন্তানকে বিমুখ করবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় সিল মেরে জনগণ তাদের সন্তানকেই বিজয়ী করবে।”