সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর নেতৃবৃন্দ।
বুধবার (৩১ ডিসেম্বর) এক শোকবার্তায় তারা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি) এর সভাপতি ডা. মো. ঈসা চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন পারভেজ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বারবার গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় শাসন ব্যবস্থার পক্ষে অবিচল থাকায় স্বৈরশাসন ও নিষ্ঠুর রাষ্ট্রীয় দমন পীড়ন এর লক্ষ্যবস্তু হয়েছেন।
তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে এক গভীর শূণ্যতা সৃষ্টি হয়েছে। আপোষহীন দেশনেত্রীর বিদায়ে জাতি হারিয়েছে অভিভাবক।
শেষে সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়।



