আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পটুয়াখালী–৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের মনোনীত ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী ও দলের উচ্চতর পরিষদ সদস্য মো. রবিউল হাসান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে রবিউল হাসান বলেন, তারুণ্যের নতুন ধারার রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সেবক হিসেবে পটুয়াখালী–৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) জনগণের জন্য কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম মৃধা, যুব অধিকার পরিষদের সভাপতি রুম্মান হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহাসিন মিয়া, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।



