রাজধানীর মোহাম্মদপুরে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাকিব হোসেন বিশাল নামের যুবদল কর্মীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরী মহল্লা এলাকার মিনার মসজিদের পাশে ঘটে।
পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাকিবকে কুপিয়ে আহত করে। আহত রাকিব মোহাম্মদপুরের আদাবর শাখা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশ মোহাম্মদপুর থানা টহলরত অ্যাপোলো টিম দু’জনকে আটক করে। আটককৃতদের নাম- নাঈম (ভোলার বোরহানউদ্দিন উপজেলার চর আলকি এলাকার নাছির উদ্দিন খা’র ছেলে) ও রাজিব (বোরহানউদ্দিন উপজেলার বড়পাতা এলাকার মিলনের ছেলে)।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



