Image description

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়।

কুয়াশার ঘনত্ব এতোটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন বোঝাই অবস্থায় নোঙর করে আছে পাঁচটি ফেরি। এছাড়া, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে একাধিক ফেরি আটকে রয়েছে।

বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।