
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরের পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার বিকেলে উপজেলার সেতুর পূর্বপাড়ের ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেলে মালবাহী একটি ট্রেন ঘারিন্দা স্টেশন থেকে সেতু পূর্বপাড়ের দিকে যাচ্ছিল। পথে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে ট্রেনটি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্টেশন মাস্টার নাজমুল জানান, লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিন মেরামত করবে।