নারায়ণগঞ্জের মদনপুরে ইডেন রিভার সিটিতে প্রিন্সিপ্যাল গ্রুপের গ্রাহক সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক জনাব বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ইঞ্জিনিয়ার আলী আহমেদ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন প্রিন্সিপ্যাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ।
প্রিন্সিপ্যাল গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীয়ত উল্লাহ, রিহ্যাবের পরিচালক লেখক ও গবেষক ডক্টর মো. হারুন অর রশিদ, কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাদ্দীস কাজী মো. শরীফ উল্লাহ, বানিয়াপাড়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আবু বকর,কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মাওলানা আনম সাইফুর রহমান খন্দকার, আরমানী টোলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর বদিউল আলম সরকার, নৈয়াইর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, কোম্পানির ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির।
সমাবেশে কোম্পানির ভাইস চেয়ারম্যান ও পরিচালকগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রিন্সিপ্যাল গ্রুপ তার কাঙ্খিত অগ্রগতির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সফলতার সাথে এগিয়ে যাবে।
সমাবেশে প্রায় ৪ হাজার গ্রাহক ও অতিথি উপস্থিত ছিলেন। আজকের গ্রাহক সমাবেশের মাধ্যমে গ্রাহকদের মাঝে ইডেন রিভার সিটির প্লটের বরাদ্দপত্র দেওয়া শুরু হয়।



