যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান সরকারবিরোধী বিক্ষোভকে নিয়ে মন্তব্য করেছেন। ১৪তম দিনের আন্দোলনের প্রেক্ষাপটে শনিবার (১০ জানুয়ারি) তিনি সামাজিকমাধ্যম ট্রুথে লিখেছেন, ইরান স্বাধীনতা চাইছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তায় প্রস্তুত।
ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, ‘ইরান স্বাধীনতার দিকে এগোচ্ছে, সম্ভবত আগে তারা এমন স্বাধীনতার আশা করেনি। যুক্তরাষ্ট্র সাহায্য দিতে প্রস্তুত।’
দুটি রাতের বিরতির পর শনিবার রাত থেকে তেহরানের রাস্তায় আবারও বিক্ষোভ শুরু হয়েছে। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়, তেহরানের হেরাভিতে কয়েকশ মানুষ জমায়েত হয়েছেন।
এছাড়া রাজধানীর পূর্বাঞ্চল চিতগারেও বেশ কিছু মানুষ একত্রিত হয়েছেন। তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অনেকেই ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’—এমন স্লোগানও দিচ্ছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, ইরান ইন্টারন্যাশনালস



