Image description

আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে বিএনপিসহ সমমনা দলগুলো। এর মধ্যেই বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। সেখানে তিনি বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কতটা তাড়াতাড়ি হতে পারে সে ব্যাপারে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ মে) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা বলেছেন, কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে তারা জানতে চেয়েছেন।’

আমির খসরু বলেন, ‘দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কী কী করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কয়েকটি এরিয়াতে, তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশে বিনিযোগের জন্য… বিশেষ করে ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের সস্পর্ক দীর্ঘদিনের। রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এই ক্ষেত্রে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। আর কালচারালি রাশিয়া অনেক সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে কীভাবে সহযোগিতা হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি।’