
আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নেমে নতুন ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো টি২০তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি লিটন দাসদের সামনে।
সিরিজের প্রথম দুই ম্যাচে দারুণ পারফর্ম করে এগিয়ে রয়েছে টাইগাররা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজও জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। দ্বিতীয় ম্যাচ শেষে উইকেটকিপার ব্যাটার জাকের আলী বলেন, "শেষটা জয়ে রাঙাতে চাই, খেলতে চাই অলরাউন্ড ক্রিকেট।"
প্রতিপক্ষ পাকিস্তান দলের মাঝে স্পষ্ট আত্মবিশ্বাসহীনতা। হোয়াইটওয়াশের শঙ্কায় হোটেলেই গুটিয়ে ছিলেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। এমনকি আন্তর্জাতিক মানের শপিংমল থাকা সত্ত্বেও কেউ বাইরে যাননি।
গত মে মাসে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ঘরের মাঠে পাল্টা জবাব দিতে মরিয়া বাংলাদেশ। ইতোমধ্যেই শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতে ফেরা দলটি ঘরের মাঠেও দাপট দেখাচ্ছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও দলটির পারফরম্যান্সে হতাশ। রমিজ রাজা, আমির সোহেল ও সালমান বাটরা বাংলাদেশ দলের কন্ডিশন বুঝে খেলার মুনশিয়ানাকে প্রশংসা করেছেন। মাইক হেসনের কৌশলগত ভুল এবং উপমহাদেশীয় পিচ সম্পর্কে তার অজ্ঞতাও ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করছেন তারা।
মিরপুরের স্লো ও লো উইকেট নিয়ে পাকিস্তান কোচ হেসন সমালোচনা করলেও সাবেকরা এই ব্যর্থতার দায় তাদের নিজেদের কাঁধেই দেখছেন। কারণ, ঘরের মাঠের কন্ডিশন কাজে লাগানো প্রতিটি দলেরই বৈধ কৌশল।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা রয়েছেন চূড়ান্ত আত্মবিশ্বাসে। গতকাল বিশ্রামের দিনে পরিবারের সঙ্গে সময় কাটান অনেকে। কোচ ফিল সিমন্স দলের সঙ্গে গেম প্ল্যান নিয়েও আলোচনা করেন।
রাতের নৈশভোজে ছিলেন এশিয়ান ক্রিকেট বোর্ড প্রতিনিধিসহ দুই দলের খেলোয়াড়রাও। তবে বড় উৎসবের অপেক্ষা আজ। পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত হলে, মিরপুরেই বসবে বিজয়ের উৎসব।