ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আগামী মার্চে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দল পেলেও, মুস্তাফিজের মাঠে নামা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
সম্প্রতি ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্ব দেখা দেওয়ার প্রেক্ষাপটে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়েকজন ধর্মীয় নেতা মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের আহ্বানও জানানো হচ্ছে।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামানো হলে কলকাতাকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। নিউজ ১৮–কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা। তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।
তবে কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ইনসাইডস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, এটি একটি সংবেদনশীল বিষয়, আমরা তা বুঝি। আমরা সবসময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি কূটনৈতিক পরিস্থিতি নিয়ে।
তিনি আরও বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ এখনো আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র নয়। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলবেন।
এদিকে পুরো বিষয়টি ঘিরে ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, বিসিসিআইয়ের অবস্থানে স্বস্তি ফিরেছে মুস্তাফিজ ও তার সমর্থকদের মধ্যে।



