Image description

আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হলো। আর সেই যুদ্ধে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সেই (কেকেআর) জয়ী হলো। দিল্লির পর এবার কলকাতা ঠিকানা হলো মোস্তাফিজের। টাইগার পেসারকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা ‘দ্য ফিজ’-এর জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছেন তিনি।

দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। শেষ পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল, মুস্তাফিজুরকে বুঝি ফের চেন্নাইতেই দেখা যাবে। কিন্তু ঠিক সেই সময় নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি।

হঠাৎ বিডে ঢুকে পড়ে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ৭ কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু হটেনি। দু’দলের টানাপোড়েনে দর আরও চড়তে থাকে। একপর্যায়ে চেন্নাই সিদ্ধান্ত নিতে খানিক সময় নেয়, ফের বিডে ফিরলেও শেষ পর্যন্ত কেকেআরের দৃঢ় অবস্থানের সামনে আর টিকতে পারেনি।

সব নাটকের অবসান ঘটে ৯ কোটি ২০ লাখ রুপিতে। চেন্নাই সরে দাঁড়ালে গ্যাভেল পড়ে, আর মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কলকাতা নাইট রাইডার্সের ঘরে।

নিলামে বড় অঙ্কের এই চুক্তির মাধ্যমে নতুন চ্যালেঞ্জে পা রাখলেন মুস্তাফিজুর। আইপিএলে নিজের বৈচিত্র্যপূর্ণ কাটার আর ডেথ ওভারের দক্ষতা দিয়ে কেকেআরের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখবেন বলেই আশা ফ্র্যাঞ্চাইজিটির।