
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শুক্রবার (৮ আগস্ট) লাওসের লাও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য দেখায় লাল-সবুজের মেয়েরা।
ম্যাচে হ্যাটট্রিক করেন তৃষ্ণা রানী। এছাড়া একটি করে গোল করেন স্বপ্না রানী, সাগরিকা, সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি ও নবিরন খাতুন।
প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ২০তম মিনিটে স্বপ্না রানীর কর্নার থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন শিখা। ৩২ মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে অসাধারণ ‘অলিম্পিক গোল’ করেন শান্তি মার্ডি। এরপর ৩৬ মিনিটে শান্তির আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন নবিরন খাতুন। প্রথমার্ধের শেষ দিকে তৃষ্ণা রানী দলের চতুর্থ গোলটি করেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা রানী। এ ছাড়া সাগরিকা ও স্বপ্না রানী একটি করে গোল করে ব্যবধান আরও বাড়ান।
টানা দ্বিতীয় জয়ে বাছাইপর্বে বাংলাদেশ তাদের অবস্থান আরও মজবুত করল। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে সফল সূচনা করেছিল বাঘিনীরা।