Image description

শুরুতে গোল করেও শেষরক্ষা হলো না নেদারল্যান্ডসের। তাদের হারিয়ে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বুধবার (১০ জুলাই) সিগনাল ইদুনা পার্কে সেমিফাইনালে ডাচদের ২-১ গোলে পরাস্ত করেছে থ্রি লায়ন্সরা। আগামী ১৪ জুলাই ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেমিতে বল দখল এবং আক্রমণে নেদারল্যান্ডসের থেকে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৯ শতাংশ সময় ম্যাচ দখলে রেখে ১৪টি শট নেয় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। এর মধ্যে ৫টি ছিল ডাচদের গোলমুখে। অপরদিকে পুরো ম্যাচে মাত্র ২টি অন-শট নিতে পারে নেদারল্যান্ডস। রোনাল্ড কোম্যানের শিষ্যদের মোট শটের সংখ্যা ছিল ৯।

লড়াইয়ে পিছিয়ে থাকলেও ম্যাচের সপ্তম মিনিটে লিড পেয়ে যায় নেদারল্যান্ডস। ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রিসের ভুল পাস থেকে বল পেয়ে যান জাভি সিমন্স। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ডাচ মিডফিল্ডার। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকার সৌভাগ্য হয়নি তাদের। ১৮ মিনিটে পেনাল্টি আদায় করে সঠিক শটে ইংল্যান্ডকে সমতায় ফেরান হ্যারি কেন।

৮০ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়েছিল ইংল্যান্ড। তবে বুকায়ো সাকার সেই গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ঠিক ১০ মিনিট পর, অর্থাৎ ম্যাচের অন্তিম মিনিটে ইংল্যান্ডকে জয়সূচক গোল উপহার দেন ওলি ওয়াটকিনস।